Kare Dekhabo Moner Dukkho ( কারে দেখাবো মনের দূঃখ) Lyrice by Saif Zohan

 



Kare Dekhabo Moner Dukkho ( কারে দেখাবো মনের দূঃখ) Lyrice by Saif Zohan

সম্মানিত পাঠক ও পাঠিকা কেমন আছেন সবাই,
আশা করি ভালো আছেন,প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি  Saif zohan Folk song Lyrice...kare Dekhabo moner Dukko.. গান টি গেয়েছে Saif Zohan,,  আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে,,,,,,,,, আর নিত্য  নতুন,  গানের লিরিক্স পেতে আমাদের সাথেই থাকুন,,,,

Song information:

Song: Kare Dekhabo Moner Dukkho
Original Singer: Radharaman Dutta
Cover Singer: Saif Zohan
Lyricist: Radharaman Dutta


কারে দেখাবো মনের দুঃখ গানের লিরিক্সঃ 


কারে দেখাবো মনের দুঃখ গো,,, আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল,,, জ্বলে গইয়া গইয়া।

ঘর বাঁধিলাম প্রাণ বন্ধের সনে,,,, কত কথা ছিলো মনে গো,
ভাঙ্গিল আদরের জোড়া,,,,,ভাঙ্গিল আদরের জোড়া
কোনজন বাদী হইয়া,,,,জ্বলে গইয়া গইয়া। 

কারে দেখাবো মনের দুঃখ গো,,,, আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল,,,, জ্বলে গইয়া গইয়া।

কথা ছিল সঙ্গে নিব গো আমায়,,,, সঙ্গে আমায় নাহি নিল গো,
রাধারমন ভবে রইলো,,,, রাধারমন ভবে রইল
জিতে মরা হইয়া,,,,জ্বলে গইয়া গইয়া।

কারে দেখাবো মনের দুঃখ গো,,,,আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই আগুন,,,, জ্বলে গইয়া গইয়া।

ধন্যবাদ  আমাদের সাথে থাকার জন্যে,,,,,নতুন,, পুরাতন গানের রিলিক্স,, পেতে আমাদের সাইটকে ফলো করুন,,,,,,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ